চলতি মাসেই তিন ক্যামেরার স্মার্টফোন আনছে ওয়ালটন

১ মে, ২০২০ ১৬:৪৫  
তিন ক্যামেরার স্মার্টফোন বাজারে ছাড়ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বড় পর্দার ফোনটির মডেল ‘প্রিমো এনফোর’। ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রম এবং ৪জিবি র‌্যাম ও ৬৪জিবি রমের দুটি ভার্সনে ফোনটি বাজারে আসবে চলতি মাসেই। পিএমএমএ ম্যাটেরিয়ালে তৈরি রেইনবো ব্ল্যাক রঙের ফোনটির ব্যাককভার আলোতে রঙধনুর মতো বিভিন্ন রঙ ধারণ করবে। করোনাভাইরাস দুযোর্গের মধ্যে ঘরে বসেই মানুষ যাতে নতুন ফোনটি হাতে পান, সেজন্য অনলাইনে নেয়া হবে প্রি-অর্ডার। এমনটাই জানিয়েছেন ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান। তিনি জানিয়েছেন, চলতি মে মাসের প্রথম সপ্তাহে অনলাইনে ফোনটির প্রি-অর্ডার নেয়া হবে। আর প্রি-অর্ডার দিলেই হোম ডেলিভারি ফ্রি দেয়া হবে। স্মার্টফোনের ক্যামেররা বিশেষত্ব বিষয়ে জানিয়েছেন, এর পেছনে থাকছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১/৩.১ ইঞ্চি সেন্সরের ৫পি লেন্সের ১৬ মেগাপিক্সেল ক্যামারে। বাকি দুইটি ক্যামেরা হবে ৬পি লেন্স সমৃদ্ধ ৮ মেগা এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল অটোফোকাস ক্যামেরা। ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেবে ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার সুবিধা। আর ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা নিশ্চিত করবে ছবি ডেফথ অব ফিল্ড। দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে থাকছে পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৫পি লেন্স। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। রয়েছে পিকচার ইন পিকচার সুবিধা।